
ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রাদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড আনসার আলী মোল্যা। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন দেশের সর্বত্রই। তিনি যত দিন বেঁচে ছিলেন এ দেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি আরও বলেন, বর্তমান দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশীয় ও বিদেশী পরাশক্তি মোকাবেলা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুণঃরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বৃহঃস্পতিবার বিকেল ৫টায় শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে জেলা কমিটির প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যার স্বরণে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়ের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন পলিট ব্যুরোর সদস্য ড. সুশান্ত দাস, পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহম্মেদ বকুল, পলিট ব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, কেন্দ্রীয় সদস্য দিপঙ্কর সাহা দিপু, জেলা সভাপতি মিনা মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, শেখ মুফিদুল ইসলাম, অধ্যাপক শফিউল্লাহ সরদার, এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শাহীন আহম্মেদ পণ, দোলোয়ার উদ্দিন দিলু। বক্তৃতা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক গৌতম কুন্ডু ও প্রভাষক জাহাঙ্গীর আলম।