ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে মাছের ঘেরে আবর্জনা ফেলে মাছ মেরে ফেলার অভিযোগে ফুলতলা থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোঃ ইমরান আকুঞ্জী। ডায়েরিতে উল্লেখ করা হয় গাড়াখোলা গ্রামের বাসিন্দা মোঃ আমির বিশ্বাসের নিকট থেকে জমি লিজ নিয়ে ইমরান আকুঞ্জী দীর্ঘদিন যাবৎ মাছের চাষ করে আসছেন। অপরদিকে, আমির বিশ্বাসের সাথে জমিজমা নিয়ে পারিবারিকভাবে বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা আজগার বিশ্বাস, আলমগীর বিশ্বাস ও কামরুল বিশ্বাসের পূর্ব শত্রুতা থাকায় তারা ইমরানকে জমিতে যেতে নিষেধ ও ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে। এ ঘটনার জের ধরে গত ২২ মে উল্লেখিত ব্যক্তিরা একত্রে ইমরানের মাছভর্তি ঘেরে খালের আবর্জনা ও কচুরিপানা ফেলে মাছ মেরে ফেলে। এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান। পরবর্তীতে তিনি বিষয়টি থানায় অবহিত করে সাধারণ ডায়েরিভুক্ত (নং- ১২৪০, তারিখ- ২২/০৫/২৩ ইং) করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত