
ফুলতলা প্রতিনিধি : ফুলতলার গাড়াখোলা ঘের মালিক সমিতির উদ্যোগে বানিয়াপুকুর বাজারে মঙ্গলবার বেলা ১১টায় বিলডাকাতিয়ার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ও অবাধে মাদক বিক্রি এবং সেবনের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মৎস্য ঘের মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন মোড়লের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবু জাফর মোড়ল, সহকারী পিপি এ্যাডভোকেট কায়ুম হোসেন নয়ন, শিপলু গাজী, ফিরোজ শেখ, প্রবীর হালদার, মুকুল মোড়ল, লিটন গাজী, হেমায়েত শেখ, মাসুম শেখ, আল আমিন সানা, এস এম ফয়সাল শেখ প্রমুখ। সভায় এলাকার চিহ্নিত মোঃ ইয়াছিন সরদারের নামে বিভিন্ন মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, মাদক বিক্রি ও চাঁদাবাজির অভিযোগ থাকা স্বত্তেও তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বক্তরা ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত