ডেস্ক রিপোর্ট : ফুলতলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার পুত্র। তবে চাঁদাবাজির ঘটনায় প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও এলাকাবাসি ফুলতলা টু শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও এলাকাবাসি জানায়, শনিবার বিকাল আনুমানিক ৩টায় তিনটি মোটরসাইকেল যোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালিগালাজ করে। ঘটনার সময় হুমায়ুন কবির জামিরার মাছ বাজার আড়তে ছিলেন। খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। প্রতিবাদী বিক্ষুদ্ধ এলাকাবাসি ঘটনায় জড়িত সন্দেহে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পার্শ্ববর্তী টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন রানাকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় আলমের স্ত্রী পুত্র তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকলে তিনি কথা বলে উঠলে পুলিশের সামনে ফের তাকে গণপিটুনি শুরু করে । পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি মোঃ জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন রানাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে ধারনা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, নিহত আলমগীর হোসেন রানা এক সময়ে মাছের ব্যবসা করত। মাছ কেনা বেচাকে কেন্দ্র করে মাছের আড়তের সভাপতি হুমায়ুন কবিরের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। যে কারণে ওই আড়তে আলমের মাছ কেনা বন্ধ হয়ে যায়। যদিও আড়তদার এ অভিযোগ অস্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় কোন মামলা হয়নি। জামিরা বাজার ও আশপাশ এলাকায় থমথমে বিরাজ করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত