
জন্মভূমি রিপোর্ট : ফুলতলা উপজেলা এলাকায় দেড় লক্ষাধিক জনসংখ্যার মাছের চাহিদা পুরণ করে এ এলাকা থেকে গত অর্থ বছরে ৬শ’ ২১ দশমিক ২১ মেঃটন উদ্বৃত্ত মাছ অন্যত্র প্রেরণ করা হয়। সূত্রমতে, এ এলাকায় উৎপাদিত মাছের পরিমান ছিল ৩ হাজার ৭শ’ ৮৫ দশমিক ৫০ মেঃটন। অন্যদিকে চাহিদা ছিল ৩ হাজার ৬৪ দশমিক ২৯০ মেঃটন। মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ তথ্য প্রদান করেন। মৎস্য সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণে মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট-২৪ জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সভায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষনা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে আজ (বুধবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বেলা ১১টায় আলোচনা সভা ও সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, শুক্রবার সকাল ১০টায় দামোদর চারা বটতলায় মৎস্য চাষীদের পরামর্শ ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সাড়ে ১১টায় তরুণ মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা, শনিবার সকাল ১০টায় ডাকাতিয়ায় মৎস্য চাষিদের পরামর্শ সেবা প্রদান, পুকুর ও জলাশয়ে পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, ১১টায় মৎস্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, রোববার সকাল ১০টায় ডাকাতিয়ায় সুফল ভোগীদেও প্রশিক্ষণ ও মৎস্য চাষের উপকরণ বিতরণ বিতরণ এবং সোমবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান।