
জন্মভূমি রিপোর্ট : খুলনার ফুলতলা মাছ বাজার এলাকায় বৃহস্পতিবার দিনে-দুপুরে মোঃ লিটু মোল্লা (৩৭) নামে একজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করা হয়েছে। ভিকটিম উপজেলার আয়ান ঘাটে কারগো থেকে মালামাল লোড- আনলোড করার স্থানে চাকরি করেন। হামলাকারী মোঃ সিরাজুল মোল্লা (৪০) কে ঘন্টাখানেকের মধ্যে পুলিশ আটক করেছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে জখমকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি পুলিশ উদ্ধার করতে পারেনি। অভিযুক্ত সিরাজুল উপজেলার দামোদার গ্রামের বসিন্দা জনৈক মোঃ কুটি মোল্লার ছেলে। তাকে দুপুর সাড়ে ১২ টার দিকে ওই এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সূত্রমতে, পূর্ব শত্রতার জের ধরে লিটুকে ধাঁরালো অস্ত্রাঘাতে জখম করা হয়েছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেন দৈনিক জন্মভূমিকে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাজারে লিটু জখম হওয়ার পর আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।