
ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে লোগি বৈঠা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ফুলতলা বাসস্টান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয। উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আযম হাদী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক গোলাম মোস্তফা মুজাহিদ, মাস্টার শেখ সিরাজুল ইসলাম, আলী আকবর মোড়ল। উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নায়েবে আমির মাওলানা শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ, ডক্টর মুহাম্মদ আজিজুল হক, নজরুল ইসলাম জমাদ্দার, শেখ মুহাম্মদ আলাউদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ শরিফুল ইসলাম, মাস্টার মফিজুল ইসলাম, ইঞ্জিঃ শাব্বির আহমেদ, মাওলানা আলামীন গাজী,মাস্টার মিজানুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, খালিদ বিন ওয়ালিদ, মুজাহিদুল ইসলাম, ইরান আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে শেখ হাসিনাসহ সকল খুনিদের ফাসির দাবি জানান।

