ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক নূর আহমদ বকুল বলেছেন, বাংলাদেশের কৃষি ও কৃষি উৎপাদন ব্যবস্থা পরিপূর্ণভাবে পূজিবাদী ধারায় প্রবেশ করেছে। কৃষি বাজার ব্যবস্থা এখন কর্পোরেট পুঁজি নিয়ে নিচ্ছে। কৃষি ও কৃষক বাংলাদেশের আত্ম-পরিচয় হলেও প্রকৃত কৃষকরা এখন নিঃস্ব। কৃষকের স্বার্থ রক্ষায় সরকারের আরও কৃষক বান্ধব নীতি গ্রহণ করে প্রকৃত কৃষকের কৃষি পণ্যের মূল্যের ন্যায্যতা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, কৃষি বাজার থেকে সকল ফাড়িয়া দালাল মধ্যস্বত্ত ভোগীদের বিতাড়িত করতে হবে এবং প্রকৃত কৃষকদের হাতে কৃষি জমি তুলে দিতে হবে। শুক্রবার বিকেল ৪টায় সরকারি ফুলতলা মহিলা কলেজ অডিটরিয়ামে জেলা জাতীয় কৃষক সমিতির ৭ম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কৃষক নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়ের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, জাতীয় কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক দীপংকর সাহা দীপু, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বক্তৃতা করেন প্রভাষক গৌতম কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আঃ মজিদ মোল্যা, রেজওয়ান আলী খান, দেলোয়ার উদ্দিন দিলু, সেলিম আক্তার স্বপন, এ্যাড. পুলিন বিহারি সরকার, বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। শেষে কৃষক গৌরাঙ্গ প্রসাদ রায়কে সভাপতি, শিক্ষক সন্দিপন রায়কে সাধারণ সম্পাদক, গৌরপদ মল্লিককে সাংগঠনিক সম্পাদক ও শেখ মফিদুল ইসলামকে দপ্তর সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত