জন্মভূমি রিপোর্ট : খুলনায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের এম এম কলেজের সামনে খুলনা–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যান চালকের নাম ওলিয়র শেখ (৪৭)। তিনি নড়াইল জেলার নড়াইল সদর থানার মিঠাপুকুর পাজারখালি গ্রামের গোলাম রসূল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে ফুলতলা এম এম কলেজের সামনে খুলনা থেকে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে কার্ভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক ওলিয়র রহমান মারা যান।
নোয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর মোল্লা জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।