ফুলতলা প্রতিনিধি : ফুলতলা রেলস্টেশন এলাকায় ইরকন ইন্টারন্যাশনাল এর নৈশ প্রহরী আলামিন ফারাজি (৩২) ট্রেনের ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টায় ফুলতলা রেলস্টেশন এলাকায়। তিনি দামোদর গ্রামের মৃতঃ দলিল উদ্দিন ফারাজির পুত্র।
নিহতের ভাই আলম ফারাজি বলেন, আলামিন ফারাজি আনুমানিক রাত ৮টার দিকে ফুলতলা রেলস্টেশনের আউটারে রেল লাইনের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকাল ১০টায় ফুলতলা রেলস্টেশন এলাকায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত