
জন্মভূমি রিপোর্ট : খুলনার ফুলতলায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা আশংকাজনকভাবে বেড়েছে। গৃহকর্তরা বিষয়টি আচ করতে না পারলে চুরি এবং তারা বুঝতে পারলে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল সর্বস্ব লুটে নিচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে অন্ততঃ ৪টি দুধর্ষ চুরির ঘটনায় নগদসহ ৮ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা লুন্ঠিত মালামাল উদ্ধার হচ্ছে না। ভুক্তভোগিরা জানান, ফুলতলা বাজারের ভাই ভাই হোটেলের স্বত্তাধিকারী মোঃ আজগীর হোসেনের ভাড়াটিয়া ও মিলিটারি কলেজিয়েট স্কুলের স্টাফ মিসেস সিমু খাতুনের বাসায় সোমবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করলে গৃহকত্রী সিমু খাতুন জেগে উঠেন। দুর্বৃত্তরা তাকে বেধে ও হত্যার হুমকি দিয়ে তার শরীর থেকে গলার চেইন, কানের দুল ও হাতের আংটি ছিনিয়ে নেয়। পরে তার কাছ থেকে চাবি নিয়ে আলমারির খুলে কাপড়চোপড় ও মালামাল তছনছ করে নগদ ২০ হাজার লুটে নিয়ে হুমকি দিয়ে চলে যায়। এ ছাড়া গত ২৬ জুলাই শুক্রবার দিবাগত রাতে প্রেসক্লাব ফুলতলার সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবরের ফুলতলা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিনের আলকা গ্রামস্থ বাড়িতে চুরি সংগঠিত হয়। চোরেরা নগদসহ দুই লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। সাংবাদিক মোঃ নেছার উদ্দিন জানায়, রাত ২টার পর কোন এক সময় চোরের কৌশলে জানালার গ্লাসের লক ভেঙে গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। স্টীলের আলমারির তালা ভেঙে ভিতরে রক্ষিত নগদ ৩ হাজার টাকাসহ প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া পাশর্^বর্তী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন মোঃ এনামুল হক সরদারের বাড়িতে একই কায়দায় চুরি সংগঠিত হয়। সেখান থেকেও নগদ ১০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এর কয়েক দিন পূর্বে দামোদর গ্রামের মনির ঘটকের কন্যা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের স্টাফ দিলরুবা জামানের বাড়ির নিচতলার গেটের তালা ভেঙে দুর্বত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় একইভাবে দুর্বত্তরা মনির ঘটককের হাত পা বেঁধে রেখে আলমারী ভেঙে নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। অনুরুপ আলকা গ্রামের সাবেক প্রভাষক মৃতঃ আঃ গফ্ফার এর বাড়িতে গেটের তালা ভেঙে দুর্বত্তরা ঘরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। এ ব্যাপারে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ফুলতলার বাসা বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চোরাই মালামাল উদ্ধার এবং চোর আটক করা সম্ভব হবে।