
ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলার পয়গ্রামে খালা বাড়িতে বেড়াতে এসে মোঃ শমী উদ্দিন আকাশ (১২) নামের এক কিশোর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, কিশোর শমী উদ্দিন আকাশ তার নানার সাথে খালার বাড়িতে বেড়াতে এসে এলাকার ছেলেদের সাথে পুকুরে সাতার কাটতে গিয়ে দুপুর পৌঁণে ২টার দিকে পানিতে ডুবে যায়। সাথে-সাথে তার সঙ্গীদের খবরে আশেপাশের লোকজন পুকুরে নেমে খোজুখুঁজি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সে যশোর কতোয়ালী থানার উপ-শহর এলাকার মোঃ লোকমান উদ্দিনের পুত্র।