
ফুলতলা প্রতিনিধি : পূর্ব শত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা, মারপিট, শ্লীলতাহানী, চুরি, ক্ষতিসাধন ও ভয়-ভীতি প্রর্দশনের অভিযোগে ফুলতলা থানায় মামলা রজু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল গাড়াখোলা গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এ ঘটনায় ফেরদৌস মোল্যা বাদী হয়ে মোঃ আব্দুল মান্নান মোল্যা, মোঃ মুজিবর রহমান মোল্যা, মোঃ আজাদ মোল্যা, মোঃ সুমন মোল্যা, মোঃ ইমন খাঁ, মোঃ সাগর মোল্যা ও মোঃ ইব্রাহিম মোল্যা গণকে আসামি করে থানায় মামলা দায়ের করে।