
জন্মভূমি রিপোর্ট : ফুলতলায় বাকপ্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী জব্বার মোল্যা (৫০) কে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার ঢাকুরিয়া গ্রামের কেসমত মোল্যার বাকপ্রতিবন্ধী কন্যাকে গত ১১ জুন কৌশলে প্রতিবেশী গফ্ফার মোল্যার পুত্র জব্বার মোল্যা পাশর্^বর্তী একটি ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘদিন ঘটনাটি চাপা থাকে। ইতোমধ্যে ওই বাকপ্রতিবন্ধী কন্যা অন্তঃসত্ত্বা হয়ে যায়। তখন ঘটনাটি বাকপ্রতিবন্ধী কন্যা তার মাতা শরীফা বেগমকে জানায়। এ ব্যাপারে ওই কন্যার মাতা শরীফা বেগম বাদি হয়ে জব্বার মোল্যাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৪, তারিখ-১৭/১২/২৩) দায়ের করেন। পুলিশ আসামী জব্বারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।