
জন্মভূমি ডেস্ক : ফুলতলা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর উদ্বোধন গতকাল রবিবার বেলা ৩ টায় উপজেলার ডাবুরমাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ বেগম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান, শিক্ষক মোঃ আলম সরদার, সুলতানা ফেরদৌসী, মনিরুল ইসলাম সরদার, মোঃ মোরাদুল ইসলাম, এইচ এম সিহাব উদ্দীন ওমর প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনালে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে মহাসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে মহাসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আজ সকাল ১০ টায় ও ১১ টায় বিজয় দলসমূহ ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।