
ফুলতলা প্রতিনিধি : ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সোমবার রাত ৮টায় ফুলতলার গামছা চান্দিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওসি মোঃ জেল্লাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক আব্দুল আলিম, শেখ আবুল কাশেম, মোঃ অহিদুজ্জামান, মোল্যা মনিরুল ইসলাম, আজিজুল হক ফারাজী, দুলাল অধিকারী, জাহিদ জমাদ্দার, পলাশ ভুঁইয়া, নব নির্বাচিত সভাপতি এস রবীন বসু, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ভুঁইয়া পারভেজ প্রমুখ। এ সময় শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আবুল বাশার। পরে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির হাতে ১০ লক্ষ ৩৪ হাজার ২ শত টাকার চেক হস্তান্তর করেন।

