
ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় মঙ্গলবার বিকেল ৫টায় ফুলতলায় রোডমার্চ অনুষ্ঠিত হয়। রোডমার্চ চলাকালীণ ফুলতলা বাজার বাসস্ট্যান্ডে পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ্যাড. নিতাই রায় চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, ডা. গাজী আঃ হক, শেখ আবুল বাশার, ইঞ্জিঃ মনির হাসান টিটো, মোল্যা অহিদুজ্জমান নান্না, আনোয়ার হোসেন বাবু। এছাড়াও রোডমার্চে ফুলতলা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন। সভায় বক্তারা অনতিবিলম্বের খালেদা জিয়া’র মুক্তিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।