ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামালসহ ৮৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ জানান, এস এম মনিরুল হাসান বাপ্পী বাদি হয়ে এ হত্যা মামলা (নং- ০৮, তারিখ- ২৯/০৮/২৪ খ্রিঃ) দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, গত ২২ অক্টোবর ২০২২ তারিখ বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফুলতলা থেকে বেশ কয়েকটি ট্রলারযোগে দলীয় নেতাকর্মীরা ফুলতলার শিকিরহাট ঘাট থেকে রওনা দেন। এ সময় পথিমধ্যে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা নেতা-কর্মীদের উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় নেতা-কর্মীরা পিছু হটে পালিয়ে এসে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে, গত ২৪ অক্টোবর ২০২২ তারিখে দুষ্কৃতিকারীরা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এলাকায় গিয়ে বেঢড়ক মারপিট করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহঃস্পতিবার এস এম মনিরুল হাসান বাপ্পী বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান কামালসহ ৮৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।