জন্মভূমি ডেস্ক : খুলনার ফুলতলা উপজেলায় বেড়েছে ভুট্টা চাষ। কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন এখানকার কৃষক। গম, তিল, সয়াবিন ও বোরো ধান চাষের চেয়ে ভুট্টায় কম খরচে লাভ বেশি হওয়ায় বেড়েছে ভুট্টা চাষ। এ বছরে ভুট্টা চাষে বেশি লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ভুট্টা চাষ হয়েছিল ২০ হেক্টর জমিতে। ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হেক্টর। আশা করা যায় এ বছর আবাদ বাড়বে। উপজেলার দামোদার গ্রামের ভুট্টা চাষি কামরুল বলেন ‘গত বছর ভুট্টা চাষ করে দাম ভালো পেয়েছি। এবার ভুট্টার চাষ আরও বাড়িয়ে বেশি জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি গত বছরের তুলনায় ফলন ও দাম ভালো পাবো।’তিনি আরও বলেন, ‘ভুট্টা চাষে বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। বাজারে বিক্রি করে খরচ বাদে বিঘাপ্রতি ১২-১৪ হাজার টাকা লাভ হয়েছে। এ বছর সার, ডিজেল ও কীটনাশকের দাম যে হারে বেড়েছে; সে তুলনায় ভুট্টার দাম বাড়লে বেশ লাভবান হবো।’আরেক ভুট্টা চাষি আমিনুল ইসলাম বলেন, ‘আমি গত বছর ১ বিঘা জমিতে বোরো ধান আবাদ করে তেমন লাভ করতে পারিনি। অন্যের লাভবান হওয়ার কথা শুনে এ বছর ভুট্টা চাষ করেছি। ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করছি আবহাওয়া ভালো থাকলে লাভবান হবো।’ফুলতলা উপজেলা সহকারি কৃষি অফিসার এস কে মনজুর আলম বলেন আমরা কৃষকের মাঝে সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা দিয়েছি। আশা করছি এ বছর কৃষকরা আরও লাভবান হবেন। আগামীতে উপজেলায় ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে।’