
ফুলতলা প্রতিনিধি : ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের রফিক সড়কে চাঁদপুর বেকারিতে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ।
অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় ফুলতলা বাজারের চাঁদপুর বেকারিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বেকারির পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকায় সত্ত্বাধিকারী মারুফ ও মাহাবুবকে এ জরিমানা ধার্য ও আদায় করা হয়।