জন্মভূমি রিপোর্ট : থানা পুলিশ সোমবার রাতে ফুলতলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং দুই জোড়া তাস ও নগদ টাকাসহ ৭ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো মাদক মামলায় আলকা কলেজপাড়ার মৃতঃ শরিয়াতুল্লার পুত্র মোঃ মান্নাফ মোল্যা (৫৬) কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে। একই এলাকার এরশাদ শেখের পুত্র মোঃ আলী শেখ (২৩) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া শিকিরহাট এলাকার জনৈক আঃ সালামের ঘরের মধ্যে জুয়ার বোর্ড থেকে দুই জোড়া তাস ও নগদ ১২শ’ টাকাসহ ৫ জুয়াড়ীকে আটক করে। থানা পুলিশ মঙ্গলবার শিকির এলাকায় মোঃ মরহুল ভুইয়ার পুত্র হাদিউজ্জামান (২৬), বিপ্লব সরদারের পুত্র তামিম (১৯), রানাগাতি গ্রামের আঃ রহমানের পুত্র মিজান উদ্দিন (৪৫), নড়াইল সদরের কাজী মশিউর রহমানের পুত্র নাজিম গাজী (২৮) এবং বারাকপুর দিঘলিয়ার মোকাম সরদারের পুত্র সবুজ সরদার (২৫) কে আটক করে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।