ফুলতলা প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা, এস এম মোস্তাফিজুর রহমান, মোঃ শাহীন আলম, ফারহানা ইয়াসমিন, তাসনিম আরা, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অত্র প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত