জন্মভূমি রিপোর্ট : সোমবার সকাল পৌনে ৯টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে গ্যাসের লরির চাকায় পিষ্ঠ হয়ে মোঃ সোহেল (৪৮) নামে এক মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল হোসেনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্মরত সোহেল মটরসাইকেল (যশোর-হ-১৪-৯১৭৬) যোগে বাড়ি ফিরছিলেন। ফুলতলা মটরশ্রমিক ইউনিয়র অফিসের সামনে আসলে পিছন দিক থেকে গ্যাসবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ-৮১-০৪৩৪) ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় লরির চাকায় তিনি পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাতক লরি চালক পালিয়ে গেলে হাইওয়ে থানা পুলিশ লরিটি আটক করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ফুলতলায় লরির চাকায় পিষ্ঠ হয়ে নিহত ১
Leave a comment