
ফুলতলা প্রতিনিধি : খুলনা পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের স্থায়ী প্রকল্প- “লায়ন ফারিহা নারী উন্নয়ন কেন্দ্র”- জাতির পিতা বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী স্মরণে ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২৩’ এর কার্যক্রমে জনগণের সেবা প্রদানের লক্ষ্যে সোমবার ক্লাব চত্বরে কম্পিউটার ট্রেনিং ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য ও লায়ন সদস্য কাজী ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এর একেএম গোলাম ফারুক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নূর মোঃ হাওলাদার চুন্নু, চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট কেবিনেট কমিটি মিজানুর রহমান মিজান, লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব, রেগুলার মেম্বার লায়ন সালমা সুলতানা শিল্পী, ট্রেজারার মুকতা জামান রাখিসহ অন্যান্য সদস্যবৃন্দ। সকলের আন্তরিক সবান্ধব উপস্থিতিতে সকল কার্যক্রম উদ্বোধন ও চালু হয় এবং বঙ্গবন্ধুর উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১’র আওতাধীন সকল সেবার মধ্যে সেরা বিবেচিত হয়ে প্রথম পুরস্কারে ভূষিত হয় যা খুলনা পায়গ্রাম লায়ন্স ক্লাব ও ফারিহা নারী উন্নয়ন কেন্দ্রের মহৎ কাজের স্বীকৃতি যা ক্লাবের প্রত্যেকটি সদস্যের জন্যে অতীব সম্মানের ও সন্তুষ্টির বার্তা দেয়। ক্লাব ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবিদ হাবিব বলেন, যে এ পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে তাদের আরো বেশী জনহিতকর কাজের প্রেরণা দেবে।