ফুলতলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা- ৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। সোমবার দামোদর ইউনিয়নের আলকা ১নং ওয়ার্ডের আনিস সরদারের বাড়ি, ২নং ওয়ার্ডেও খাদেম স্কুল, ৩নং ওয়ার্ডের আজাহার বিশ্বাসের বাড়ি, ফুলতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তরুণ সংঘ, ৫নং ওয়ার্ডের জুড়োকোট, ৯নং ওয়ার্ডের খানজাহানপুর, জামিরা ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯নং ওয়ার্ডে নির্বাচনী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, প্যানেল চ্যোরম্যান মোল্যা ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, ইসমাইল হোসেন বাবলু, শহীদুল ইসলাম মোল্যা, আলী আজম মোহন, মোঃ শওকত আলী আকুঞ্জী, মোস্তফা কামাল বুলু চৌধুরী, আঃ রশিদ জমাদ্দার, মোল্যা দলিল উদ্দিন ধলু, ইকতিয়ার উদ্দিন সুমন, খুরশীদ আলম মোড়ল, ইউপি সদস্য ইয়াসমিন খান, ইমরান হোসেন রাজিব, সুমন মোল্যা, গোলাম কিবরিয়া, মোঃ অলিয়ার বিশ্বাস, সাব্বির মোল্যা, ইমদাদুল হক মিটুল, সাইফুল ইসলাম, মশিয়ার রহমান, মহিলা বেগম শামসুন্নাহার, এ্যাড. আকতারুন্নেসা তিতাস, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত