
ফুলতলা প্রতিনিধি : উপজেলার ৪ নং ফুলতলা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম মন্টু (৭৩) গত রবিবার রাত সাড়ে ৮ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। গতকাল সোমবার জোহর বাদ পায়গ্রাম কসবা আবু মোকাররম ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, বিএমএ’র সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ আবুল বাশার, মোঃ গাওসুল আযম হাদী, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, মোঃ সেলিম সরদার, এসকে সাদ্দাম হোসেন, কাজী রাজিবুল ইসলাম প্রমুখ।