ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফুলতলা উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার শিকিরহাট কেওয়াতলা শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সুশান্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রভাষক সুব্রত কুমার বিশ্বাস, রিপন গোস্বামী, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসুকে সভাপতি, কৃষ্ণপদ খাঁকে সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ করকে নির্বাহী সভাপতি ও রাহুল মিত্রকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শেষে আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের জন্য উপস্থিত সকলকে আমন্ত্রণ জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত