
ফুলতলা প্রতিনিধি : মঙ্গলবার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উন্মুক্ত আকারে উপস্থাপন করা হয়। দামোদর ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু। ইউপি সচিব জিয়ারত হোসেন জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে ইউপি সদস্যসহ বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থবছরে দামোদর ইউনিয়নের মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৭ লক্ষ ১৪ হাজার ৩শ’ ৬৬ টাকা এবং সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৪ লক্ষ ৪৩ হাজার ৯শ’ ৬০ টাকা।