
ফুলতলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় উপজেলার শহীদ হাবিবুর মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, গৌর হরি দাস, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, এস রবিন বসু, প্রফুল্ল কুমার চক্রবর্তী, উৎপল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, অজয় কুমার নন্দী, বিকাশ চন্দ্র রায়, রনজিৎ বসু প্রমুখ। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৪০টি পূজামন্ডপে আইন-শৃংঙ্খলা রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।