বিজ্ঞপ্তি : আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় সমাবেশ উপলক্ষে আনন্দ মিছিল ও জনসভা সফল করার লক্ষ্যে সমাবেশ করেছে ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে আনন্দ মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত হোসেন, চিন্ময় রায়, প্রভাষক এম এম ইমরান হোসেন, মোঃ ইখতিয়ার উদ্দিন সুমন, মেহেদী আনাম রঞ্জু, শিশির বর, গাজী ফাহিম আহমেদ সাগর, তৌহিদুর রহমান, মোঃ আসিকুজ্জামান রাব্বি, কাজী জহির রায়হান, মোঃ সোহাগ খান, খান রিয়াদ হাসান টগর, মোঃ সাজু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। পথসভায় প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।