
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মানসম্মত আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান কপোতাক্ষ আইডিয়াল একাডেমীতে শিশুদের নবীন বরণ-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় একাডেমি চত্বরে কোমলমতি শিশুদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর শিশু একাডেমি শিশু কর্মকর্তা বিমল কুন্ড, আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান। এই ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখা মেলে না যেটা করলো কেশবপুর আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ কোমলমতি শিশুদের উদ্দেশ্যে বলেন তোমরা ভালোভাবে লেখা পড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। ভালোভাবে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবে। কেশবপুর আইডিয়াল একাডেমিতে লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। উল্লেখযোগ্য বাৎসরিক পিকনিক, শিশুদের জন্মদিন পালন, খেলাধুলার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে।