ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটে সড়ক দুর্ঘটনায় ১ দিনমজুর নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে নগর পেট্রল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নওয়াপাড়া বাগদা কাদিপাড়া এলাকার মৃত মোহর আলী শেখ এর পুত্র মোঃ ছব্দুল শেখ (৪২)। স্থানিয়রা জানান তিনি ভ্যানে করে ফুলবাড়িগেট থেকে তেরখাদা যাওয়ার পথে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়, পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ্যানচালক মোঃ জাহাঙ্গির গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে খানজাহান আলী থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ট্রাক ড্রাইভারকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।