জন্মভূমি ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি স্যাপটি ট্যাংক থেকে ২ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানা পাড়ায় প্রবাসী শহীদুল ইসলামের নির্মাণাধীন ভবনে এঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস আকাশ (৩৫) ও খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে ওই দুই শ্রমিকের মোবাইল নম্বর বন্ধ থাকায় ঠিকাদারকে জানায় পরিবারের সদস্যরা। ঠিকাদার শনিবার সকালে নির্মাণাধীন ওই ভবনে গিয়ে শ্রমিকদের খুঁজতে থাকে। এক পর্যায়ে স্যাপটি ট্যাংকের পাশে শ্রমিকের জুতো দেখতে পায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্যাপটি ট্যাংকের ভেতরে তাদের মরদেহ দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই স্থান থেকে শ্রমিকদের মরদেহগুলো উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।
সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ জনান, স্যাপটি ট্যাংকটি ২ মাস বন্ধ ছিল। শুক্রবার এটি খুলে কাজ করতে গেলে জমাট থাকা গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত