জন্মভূমি ডেস্ক : সরকারের পতন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মামলা প্রত্যাহার, সাজা বাতিল, গায়েবি মামলা ও নেতাকর্মীদের নির্যাতন বন্ধ এবং এক দফা দাবিতে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে দলটি।
সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দল গুলো।
এর আগে সরকারের পদত্যাগ ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এই কর্মসূচি শেষ হতেই ফের নতুন করে কর্মসূচি দিলো দলটি।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে দলটি। কিন্তু গত ২০ ডিসেম্বর নির্বাচন বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি। এরপর মাঝে একদিন অবরোধ পালন করে দফায় দফায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি।