জন্মভূমি ডেস্ক : ষাটের কাছাকাছি এসে নতুন অক্সিজেন পেয়েছে তার ক্যারিয়ার। অভিনেতা ও তারকা হিসেবে কর্মজীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন শাহরুখ খান। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো বাণিজ্যিকভাবে সফল ছবির মাধ্যমে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তার আরও একটি অ্যাকশন থ্রিলার ছবি ‘জওয়ান’। সেই ছবির হাত ধরে প্যান-ইন্ডিয়ান দর্শকের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য বাদশাহর। তা ছাড়াও তার ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’। সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে ওই ছবি। এবার খবর, পরিচালক ফারহা খানের সঙ্গেও একটি ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন তিনি।
‘পাঠান’-এর সাফল্য ও ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার পর সর্বভারতীয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এমন ছবির দিকেই আপাতত বেশি ঝুঁকছেন শাহরুখ। একই কারণে ফারহান আখতারের ‘ডন-থ্রি’ ছবিকেও না বলেছেন তিনি। শোনা যাচ্ছে, একটি মাসালা ছবির জন্যই ফারহার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। টাইমস অব ইন্ডিয়ার খবর, এই মূলধারার বাণিজ্যিক ছবির প্রযোজনার জন্য রেড চিলিজ এন্টারটেনমেন্টের কথাই ভেবেছেন শাহরুখ ও ফারহা দুজনেই।
আপাতত অ্যাটলির ‘জওয়ান’ ও আরিয়ান খানের ‘স্টারডম’-এর প্রযোজনায় ব্যস্ত শাহরুখের সংস্থা রেড চিলিজ। সেই কাজ শেষ করে তবেই নতুন প্রজেক্টের হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও সূত্রের খবর, ইতোমধ্যেই ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
ফারহার সঙ্গে এখনও পর্যন্ত তিনটি ছবিতে কাজ করেছেন শাহরুখ। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল ছবির পর ফের এই জুটির ছবি দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত