জন্মভূমি ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় গত একদিনে শনাক্তের হার ৫.১৪ শতাংশ। যা গত ৫৬ দিনের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯১২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ৪৮৯ জনের। নতুন যারা মারা গেছেন তারা সবাই পুরুষ। এদের ৫ জন করে ১০ জন পঞ্চাশোর্ধ্ব ও ষাটোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।
এছাড়া উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৯ জন। এ নিয়ে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯১.৫৩ শতাংশ, মৃত্যুর হার ১.৫৪ শতাংশ ও শনাক্তের হার ১৩.২০ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।