জন্মভূমি ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও মো. এরফানুল হক চৌধুরী।
হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জালাল আহমদ জানিয়েছেন, রাত সাড়ে ৮টার পর পরই আগুনের সূত্রপাত হয়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের শতাধিক ঘর পুড়ে গেছে।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার মো. এরফানুল হক চৌধুরী বলেন, রাতে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বেসরকারি একটি সংস্থার (এনজিও) নারী কেন্দ্রে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ছড়িয়ে পড়লে শতাধিক ঘর পুড়ে যায়। পরে রাত ১০টায় টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইউএনও আরও জানান, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে লেদার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে অর্ধশত ঘর পুড়ে গেছে। তারও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে।