
ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা না লড়ার ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৩ নভেম্বর গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে পান্নাকে নিয়োগ দিয়েছিল সরকার। তবে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা দিয়ে তিনি জানান, শেখ হাসিনা আদালতের ওপর আস্থা না রাখায় তিনি তার পক্ষে লড়বেন না।
ভিডিওতে পান্না বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।
তিনি জানান, নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি হাতে পেলে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।
শেখ হাসিনার মামলা থেকে সরে দাঁড়ালেও তিনি জানান, অন্য গুরুত্বপূর্ণ মামলাগুলোতে তিনি আইন সহায়তা প্রদান অব্যাহত রাখবেন। বিশেষ করে তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি লড়বেন বলে নিশ্চিত করেন।
এদিকে ট্রাইব্যুনালের বিচারক ও বিচার সংশ্লিষ্ট ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে বিটিআরসি।

