
ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন সুবিধা সংগঠিতভাবে এক জায়গায় আনা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে। কিন্তু সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই।
তিনি দ্রব্যমূল্য নিয়ে বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। তৈরিকারক ও ক্রেতার মাঝে অনেকে কাজ করেন, যা স্বাভাবিক। তবে অনৈতিকভাবে লাভ করাকে ঠেকাতে হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে দ্রব্যমূল্য বাড়ে। কৃষককে প্রণোদনার পাশাপাশি এসব বিষয় খেয়াল রাখতে হবে।
তারেক বলেন, যেকোনো পরিকল্পনায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে।
মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়াশোনাকে আনন্দময় করতে হবে, যাতে শিশুরা আগ্রহ পায়। শিক্ষা ব্যবস্থায় শুধু একাডেমিক নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ে তারেক বলেন, ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা সেখানে থাকবে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল সুবিধাজনক হতে পারে, যা ঢাকার সব জায়গায় সংযোগ দিতে পারে।
প্রবাসী প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ অবস্থায় তরুণরা বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখা যেতে পারে।
সভায় এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মাকে মিস করছি। কিন্তু রাত পাঁচটার সময়ও যখন দেখি মানুষ দাঁড়িয়ে আছে, তখন আর ক্লান্তি থাকে না।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত