
খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ি গেট সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির উদ্যোগে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, মঙ্গলবার বিকাল ৪টায় ফুলবাড়িগেট কুয়েট রোডস্থ সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে, মহেশ্বর পাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয় ও খানা বাড়ি গার্লস হাইস্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রণে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাইব্রেরির প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন খানাবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুজ্জামান, মহেশ্বর পাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ, আ: রশিদ শাওন, আব্দুর রহমান, লিপিকা খাতুন, ফারহানা আফরোজ খান ও মোছাঃ নাসিমা আক্তার প্রমুখ। প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এই অঞ্চলে একটি লাইব্রেরী অনুমোদন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মহেশ্বর পাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয় ও খানা বাড়ি গার্লস হাইস্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।