
ডেস্ক রিপোর্ট : বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত হয়েছেন। এসময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা রেল স্টেশনের অদূরে ছয়ঘড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রনি বেগম (৩০) ও তার ছেলে ইয়াসিন আরাফাত (১০)। তারা পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দৌহাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন দেখে রনি বেগম আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এসময় ছেলে ইয়াসিন আরাফাত তার মাকে উদ্ধার করতে গেলে মা-ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে। এদৃশ্য দেখে পথচারী তাজুল ইসলাম (৬৫) মা- ছেলেকে উদ্ধার করতে গেলে তিনিও ট্রেনের ধাক্কায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রনি বেগম মানসিক রোগী। তিনি এর আগেও বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত