
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জিয়া ক্ষমতার লোভে মোস্তাক, চাষী নজরুল, তাহের ঠাকুরের সাথে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এই হত্যাকাণ্ডে জিয়ার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য সরাসরি সম্পৃক্ত থাকলেও অধিকাংশরাই ষড়যন্ত্রের শিকার হয়েছিলো। ওই সকল সেনা সদস্যরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে যেয়ে জিয়া এবং তাহেরের হাতে জীবন দিতে হয়েছে।
বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু ঘটেছে, কিন্তু তিনি বিশ্বব্যাপী অমর হয়ে আছেন। তাঁর নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিশ্ববাসী। ইতিহাস থেকে আজ সকলকে শিক্ষা নিতে হবে।
রবিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর তাঁতী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর তাঁতী লীগের আহ্বায়ক এ্যাড. শামীম আহমেদ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ নজিবুল ইসলাম নজিবের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক মৃধা, জয়নাল আবেদীন, শ্যামল দত্ত, সদস্য নজরুল ইসলাম মিন্টু, কে এম নাসির তরু, সিদ্দিকুর রহমান তপু, মো. সিরাজুল ইসলাম পিন্টু, সৈয়দ শাহজাদ আলী শাম্মী, শেখ জিহাদ, সেলিম চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, এমরান হোসেন, মো. তুহিন আহমেদ, মো. মহিউদ্দিন টিক্কা, সুমন মোড়ল, মো. রফিকুল ইসলাম, হায়দার খান, ইরানী পারভিন, মো. শামীম আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।