
খুলনায় বঙ্গবন্ধুর বিকৃত ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেফতার। মামলার বাদী নগর ছাত্রলীগের সহ সভাপতি রনবীর বাড়ই সজল। আটককৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের নাম তানজিদ তাজ। পিতার নাম এস এম আজমল হোসেন রবু। ঠিকানা নগরীর সদর থানার মোড়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, রাত ১১টার দিকে তানজিদ তাজকে আটক করা হয়। তিনি নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্ট এর ছাত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি খুলে বঙ্গবন্ধুর বিকৃত ছবির ভিতিও, বাংলাদেশ ও সরকার নিয়ে অপপ্রচার করে।