পাইকগাছা অফিস : হাজারো দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমবারের মতো দলীয় মনোনয়নের টিকিট পেয়ে অনুভূতি জানতে চাইলে মো. রশীদুজ্জামান বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা টানা তিনবারের সফল রাষ্ট্র নায়ক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। কারণ তিনিই আমাকে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এবং আমি নির্বাচিত হয়ে যথাযথভাবে জনগণের সেবা করার চেষ্টা করব। এসময়ে তিনি উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনার দেশ গঠনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যানের মধ্যে আরোও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. সাইফুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি,এম মহসিন রেজা, পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমিরণ সাধু, কয়রা সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও শাওনেয়াজ শিকারী, চাঁদখালী ইউনিয়নের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনছুর আলী গাজী ও রাড়ুলী আ. মজিদ গোলদার, আওয়ামী লীগ নেতা সরদার বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, গাজী মিজানুর রহমান, বিভূতি ভূষণ সানা, শেখ গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী সহ কয়রা ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।