
বিজ্ঞপ্তি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে খুলনা দলীয় কার্যালয়ের সামনে থেকে অর্ধ শতাধিক গাড়িবহরযোগে শনিবার (২৪ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। পরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতা-কর্মীদেরকে সংগঠিত করতে নির্দেশ দিয়ে বলেন, যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনতে হবে। সৎ এবং সাহসীদের দলে জায়গা দিতে হবে এবং বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ধ্বংস করে দেশকে সুন্দর ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু বিএনপি জামাত দেশের এ উন্নতি মেনে নিতে পারছেনা। তারা দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সুতরাং, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় সভায় সংগঠনকে আরও বেশী গতিশীল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়। এছাড়া নেতা-কর্মীদের দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য শপথ বাক্য করান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সভায় উপস্থিত ছিলেন মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, মোঃ মঈন উদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ রাসেল ভুলু, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, জিএম আরাফাত হোসেন, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ ইমরান হোসেন যুবরাজ, অ্যাডভোকেট মোশারফ হোসেন, তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, জিএম রেজা, মোঃ হুমাযুন কবির, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, মোঃ ইদ্রিস আলী, শেখ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার আওতাধীন সকল উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।