
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা শাখার শ্রমিক নেতারা।
আজ দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা ও দুরুদ পাঠ শেষে ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু’সহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় জাতীয় শ্রমিকলীগের গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক রেজাউল হক সিকদার রাজু, যুগ্ন আহবায়ক মোঃ বুলবুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সিদার জাহিদুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মোঃ আঃ রাজ্জাক মোল্যা রাজা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ পলাশ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাফুজ মোল্যা, মোঃ আরিফুল ইসলাম জনি সহ জেলা- উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তারা সমাধি সৌধের মসজিদ প্রাঙ্গনে কেক কাটেন।