রূপসা প্রতিনিধি : জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষের প্রয়োজন। আজ তোমরা শিশু কিশোর কাল তোমাদের সোনার বাংলা গড়ার দায়ীত্ব নিতে হবে। একারণে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজের শরীর ও মন শুদ্ধি করতে হবে এবং বঙ্গবন্ধুর জিবনী চর্চা ও নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে নিজেকে খাটি আদর্শবান বাঙ্গালী হিসেবে তৈরী করতে হবে। তিনি আরো বলেন আজ মাদকের করাল আঘাতে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। তোমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে সমাজ গড়ার অগ্রসেনানী হিসেবে কাজ করতে হবে। তিনি মঙ্গলবার সকাল ১১টায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা কলেন।
সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা বিনতে আজিজ। বিদ্যালয় এসএমসির সভাপতি খান আহমেদুল কবীর চাইনিজ এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নকীব উদ্দিন আজাদ। নৈহাটি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, রুপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সিরাজুল ইসলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত আজাদ আবুল কালাম, সমাজ সেবক বাবলু কুমার আঁশ, কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, সরোশ কুমার হালদার, অমল কুমার সিকদার, মধুমঙ্গল মল্লিক, দিপ্তিশ্বর বিশ্বাস, শিক্ষক শেখ হুমাউন কবির, খায়রুল আলম জমাদ্দার, খালিদ মাহমুদ, মোঃ খবীর হোসেন, ইউপি সদস্য শেখ মোহাম্মদ মঈনউদ্দীন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালেক, বিদ্যালয় এসএমসির সাবেক সভাপতি শেখ আব্দুল রশিদ, ইউপি সদস্য হোসনেয়ারা পারভিন হেনা, সাবেক সদস্য ফিরোজা বেগম, কাজদিয়া বাজার বর্ণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী, উৎপল দত্ত প্রমুখ।