
খানজাহান আলী থানা ও ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং গণতন্ত্র বিরোধী চক্র এখন নানাভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তিরা আজও ঘাপটি মেরে বসে চক্রান্ত করে দেশকে ধ্বংসের নীল নকশা করছে। এই অপশক্তির যে কোন অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবন্ধভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতিয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবন্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে ’’ তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্টন্ডে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বন্দ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভপতি শেখ আবিদ হোসেন, মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন, মহানগর সদস্য গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগ নেতা মো. সেরিম রজা, মাষ্টার শাহজাহান আলী হাওলাদার, মো. শাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, নার্গিস খানম, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, ছাত্রলীগ নেতা শেখ সুমন, রুদ্রসেন। শোক দিবসের আলোচনা সভায় দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর সদস্য দাউদ হায়দার, থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মো. সুরুজ্জামান হানিফ, সায়েদুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, বীর মুক্তিুেযাদ্ধা মোল্যা মুজিবর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নসির উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শামিমা সুলতানা হৃদয়, কৃষকলীগ নেতা আবু নাঈম, মফিজ, কাজী আজাদুর রহমান হিরক, মুক্তা বেগম, মোস্তাফিজুর রহমান মানিক, তরিকুজ্জামান মনির, মুন্সি সিরাজুল ইসলাম, লিয়াকত মুন্সি, কামাল মুন্সি, মোহন মুন্সি, নীলা নাছির, কুয়েট ছাত্রলীগ নেতা নীবিড় রেজা, রুন্দ্র নীল শুভ, রেখা বেগম খানজাহান আলী থানা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতা এস এম এ রবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সোনালী জুট মিলস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।