ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রোববারের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালকদের গ্রæপে বটিয়াঘাটার কিশালয় আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে। বালিকাদের গ্রæপে রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১০-০ গোলের বড় ব্যবধানে বটিয়াঘাটার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে।
সকাল ১০টায় প্রথমে বালকদের গ্রæপে বটিয়াঘাটার কিশালয় আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খেলায় রূপসার বিদ্যালয় ৪-২ গোলে বটিয়াঘাটার বিদ্যালয়তে পরাজিত করে। রূপসার পক্ষে সাকিব (৭) ও আলাউদ্দিন (১০) দু’টি করে গোল করেন। আর বটিয়াঘাটার পক্ষে গোল দু’টি করেন ধৈর্য্য মন্ডল (১০)। খেলাটি পরিচালনা করেন মো: কামাল হোসেন। সহকারী ছিলেন আবু বক্কর সিদ্দিক ও জাকির হোসেন।
অপরদিকে বেলা ১১টায় অনুষ্ঠিত বালিকাদের গ্রæপের খেলায় বটিয়াঘাটার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপসার বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১০-০ গোলের বড় ব্যাবধানে পরাজিত করে। বিজিত দলের মাহবুবা নাসরিন (১০) হ্যাট্রিকসহ একাই ৬ গোল করেন। এছাড়া মিনা আক্তার (১৫) দু’টি, বৈশাখী রায় (৩) ও মরিয়ম আক্তার খেয়া (৭) ১টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন মো: কামাল হোসেন। সহকারী ছিলেন জোতস্না ও মুনিয়া।
খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্যে ছিলেন খালিশপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবলী সাঈদ। ফলাফল সংগ্রহ ও সংরক্ষণে ছিলেন পাইকগাছার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন ও নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভারতী রায়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলাম, মো: জামাল হোসেন, মো: আলমগীর কবির, শেখ আব্দুর রব, মুহা: আবুল কাশেম, মো: মবিয়ার রহমান, নাজমা ইয়াসমিন, রেক্সোনা পারভীন, মন্ডল মধূসূদন, দিপ্পল বিশ^াস, মৌসুমী আক্তার, ছবি রানী বিশ^াস, মঞ্জুরুল ইসলাম, নুসরাত ঝুমুর, নূর-এ লায়লাসহ খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত