বিজ্ঞপ্তি : কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছারকে সভাপতি ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন।
সভায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা-গবেষণার মানোন্নয়ন, উদার-অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা এবং দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এ বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।